৪৮ ঘণ্টার অবরোধ পর সময় বাড়ল আরও ২৩ ঘণ্টা

জি নিউজ বিডি ডট নেটঃ-  ১৮-দলীয় জোটের ডাকা  ৪৮ ঘণ্টার অবরোধ বাড়িয়ে  আরও ২৩ ঘণ্টা করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অবরোধ আগামী শুক্রবার ভোর ৫টা পর্যন্ত চলবে । বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার এ বিষয়টি নিশ্চিত করেছেন। । এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে ১২ ঘণ্টা অবরোধ বাড়ানোর  ঘোষণা দিয়েছিলেন রুহুল কবির রিজভী । তিনি বলেন, এ ছাড়া অবরোধ চলাকালে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের জন্য শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া সারাদেশের নেতা-কর্মীদের ‘জীবনবাজি’ রেখে এই কর্মসূচি পালনের আহবান জানান বিএনপির যুগ্মমহাসচিব।  উল্লেখ গত সোমবার নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই মঙ্গলবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছিল ১৮-দলীয় জোট বিএনপি। তাঃ-২৮নভেম্বর ২০১৩

Exit mobile version