২৪ ঘন্টায় অন্তত ৪৯ জন নিহত- মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বীকারোক্তি

rtt26-27আন্তর্জাতিক ডেস্ক :- পুলিশের গুলিতে আহত এক বিক্ষোভকারী । মিশরে গত ২৪ ঘন্টায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথিত সংঘর্ষে অন্তত ৪৯ জনের নিহত হওয়ার কথা স্বীকার করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০১১ সালে তত্‌কালীন স্বৈরশাসক হোসনি মুবারকের বিরুদ্ধে গণঅভ্যুত্থান শুরুর তৃতীয় বার্ষিকী উপলক্ষে শনিবার জনগণ রাস্তায় নেমে আসলে তাদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ ও সেনাবাহিনী। মিশরের সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (রোববার) জানিয়েছে,  শনিবার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থকদের সঙ্গে মূলক নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এতে ২৪৭ ব্যক্তি আহত হয়েছে। মুবারক বিরোধী গণঅভ্যুত্থান শুরুর তৃতীয় বার্ষিকীতে শনিবার রাজধানী কায়রোসহ সারাদেশে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন। তাদেরকে নিয়ন্ত্রণের নামে বলপ্রয়োগ করে পুলিশ ও সেনাবাহিনী। সেইসঙ্গে মুরসি বিরোধী সেক্যুলার রাজনৈতিক কর্মীরাও বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। কায়রো, আলেক্সান্দ্রিয়া, গিজা ও মিনিয়া শহরে বিক্ষোভ হলেও হতাহতের ঘটনা ঘটেছে রাজধানী কায়রো ও তার পার্শ্ববর্তী এলাকায়। মিশরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের বিক্ষোভের সময় ১,০৭৯ ব্যক্তিকে আটক করা হয়েছে। মিশরে ২০১৩ সালের ৩ জুলাই সেনা অভ্যুত্থানে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার সমর্থকদের সঙ্গে প্রায়ই নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হচ্ছে। এসব সংঘর্ষে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। খবর-রেডিও তেহরান তাঃ-২৭জানুয়ারি২০১৪ #

 

Exit mobile version