২১হাজার ভূমিহীন পরিবারকে খাস জমি দিতে নির্দেশ – ভূমিমন্ত্রী

জি নিউজ বিডি ডট নেট ঃ- ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন আগামী জুন মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৪৮টি করে মোট ২১ হাজার ভূমিহীন পরিবারকে চাষাবাদের জন্য খাস জমি দিতে বিভাগীয় কমিশনারদের নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি এই নির্দেশ দেন।মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি জমি দখলকারীদের উচ্ছেদে প্রয়োজনে এ সংক্রান্ত আইন সংশোধন করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। দখল হওয়া খাস কৃষি উদ্ধার করে তা ভূমিহীনদের মধ্যে বিনামূল্যে বিতরণেরও নির্দেশ দিয়েছেন তিনি।সভায় শামসুর রহমান বলেন, “নদীভাঙ্গা, প্রাকৃতিক দুর্যোগের শিকার গৃহহারা মানুষের মাথা গোঁজার ব্যবস্থা আমরা নিশ্চিত করতে চাই।সরকারি জমিতে গুচ্ছগ্রাম করতে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককেও নির্দেশ দেন তিনি।মন্ত্রী বলেন, বিভিন্ন কারণে সরকারি জমি দখল হয়ে গেছে। সরকারি জমি ভুয়া দলিল করে যারা বিক্রি বা তার বিপরীতে ব্যাংকঋণ নিয়েছেন প্রমাণ পেলে তাদের ছাড় দেয়া হবে না। বিধি-বিধান বা প্রচলিত নিয়মে জনস্বার্থ ব্যাহত হয় এমন কাজ সহজতর করতে প্রয়োজনে আইন সংস্কার করা হবে।ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম গতিশীল, আন্তঃজেলা সীমানা বিরোধ সংক্রান্ত বিষয়, চা বাগান ইজারা, অবৈধভাবে বালু উত্তোলনকারী ও নদী দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জোরদারের বিষয়েও সভায় আলোচনা হয়।এই সভায় উপস্থিত ছিলেনভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব মো. মোখলেছুর রহমান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান শফিউল আলম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এম এ মান্নান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুয়াজ্জেম হোসাইন, অতিরিক্ত সচিব ইব্রাহিম হোসেন খান ছাড়াও সাত বিভাগের বিভাগীয় কমিশনাররা তাঃ-১৪-০২-২০১৪।

 

Exit mobile version