১৭ই এপ্রিল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

আগামী ১৭ই এপ্রিল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ‘কংগ্রেশনাল গোল্ড মেডেলে’ ভূষিত করা হবে ক্ষুদ্রঋণ প্রবক্তা ড. মুহম্মদ ইউনূসকে। ক্যাপিটল রোটুন্ডায় তাকে এ মেডেলটি পরিয়ে দেয়া হবে। মার্কিন পার্লামেন্টের স্পিকার জন বোয়েনার এবং সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির নেতাদের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২০১০ সালের ৫ই অক্টোবর ড. ইউনূসকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দেয়ার বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। বৈশ্বিক দারিদ্র নিরসনে সংগ্রামী অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।  ১৯৭৬ সালে গ্রামীণ ব্যংক প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নশীল বাংলাদেশের দারিদ্র দূরীকরণে অন্যতম ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বের বহু দেশে ইউনূসের দারিদ্র দূরীকরণের ক্ষুদ্র ঋণ পদ্ধতি অনুসরণ করা হয়। সারা বিশ্বে গ্রহণযোগ্যতা পায় তার এ মডেল। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ  বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমও অর্জন করেছেন তিনি।

Exit mobile version