১টি বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড গুলি: ২টি মটর সাইকেল:২৮ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তলুইগাছা সীমান্তেবিজিবির এক ঘন্টার চেকপোষ্ট বসিয়ে একটি পালছার মটর সাইকেলসহ নাইন এমএম পিস্তল ও ৬ রাউÊ গুলি উদ্ধার করা হয়েছেএকই সময়ে আসা অপর একটি মটর সাইকেল তল্লাসি করে ২৮ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়েছেতাদের কাছে থাকা পালছার মটর সাইকেলটিও আটক করেছে বিজিবিগতকাল বিকাল ৪ টায় সদর উপজেলার তলুইগাছা বিওপি ক্যাম্পের সামনে ক্যাম্প কমাÊার সুবেদার নজরল ইসলামের নেতৃত্বে সাময়িক এচেকপোষ্ট বসিয়ে অস্ত্র গুলি ফেনসিডিল ও ২টি মটর সাইকেলসহ ২ জনকে আটকের ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছেএলাকাবাসীর ধারণা, দিনের ২৪ ঘন্টাই সীমান্তের এই পথে কত অস্ত্র ও ফেনসিডিল পাচার হচ্ছে

তলুইগাছা বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার নজরল ইসলাম গনমাধ্যমকে জানান, সাময়িক চেকপোষ্টে প্রথমে মটর সাইকেলসহ ২ ব্যক্তিকে গতিরোধ করে মটর সাইকেকলটি তল্লাসি  করে ২৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়আটক দুই ব্যক্তিরা হলে মশিউর রহমান (৩৫) সে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের শামসুর রহমানের ছেলেএর সঙ্গে থাকা অপর জনের নাম হাবিবুর রহমান সে জেলার পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের আব্দুল খালেক এর ছেলে  এঘটনার পরপরই একই পথে অপর একটি পালছার মটর সাইকেল আসেতাকে সিগন্যাল দিলে মটর সাইকেল ফেলে পালানোর চেষ্টা করেএসময় বিজিবির ধাওয়া খেয়ে কাছে থাকা নাইন এমএম বোরের একটি পিস্তলসহ ৬ রাউÊ গুলি ফেলে পালিয়ে যায়বিজিবি তাদের আটক করতে পারেনি

স্থানীয় একাধিক সূত্র জানায়, বিজিবির এক ঘন্টার চেকপোষ্টে ২টি পালছার মটর সাইকেল, ২ জন ফেনসিডিল পাচারকারি, একটি বিদেশি পিস্তল ও ৬ রাউÊ গুলিসহ ২৮ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় এলাকার সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছেপ্রতিদিন সীমান্তের এইপথ দিয়ে কত ফেনসিডিল আর অবৈধ অস্ত্র আসছে তার কোন হিসাব নেইতবে এলাকার চিহ্নিত দুই একজন চোরাই ঘাটমালিক ও গরব্যবসায়ীকে আটক করলে এই অস্ত্র ও ফেনসিডিলের মালিকসহ রহস্য বেরিয়ে আসবে বলে মনে করেন এলাকাবাসী

বিজিবির ৩৮ ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর আনোয়ারল মাযহার একটি অস্ত্র, ৬ রাউÊ গুলি ২টি পালছার মটর সাইকেল ও ২৮ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন মামলার প্রস্তুতি চলছে

 

কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরা

Exit mobile version