জি নিউজ ঃ হুমকি-ধামকি দিয়ে সরকার পতন করা যাবে না বলে বিরোধী দলকে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, হুমকি দিয়ে, আল্টিমেটাম দিয়ে মানুষ পুড়িয়ে জনসমর্থন আদায় করা যাবে না। সরকারের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আছে। জনসমর্থন আছে। দুপুরে গণভবনে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিরোধী নেত্রী ‘সহিংসতার পথে হাঁটছেন’ মন্তব্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, হেফাজত নামে ইসলামপন্থী-সংগঠনকে নামিয়ে, তাদের ঘাড়ে পা দিয়ে ক্ষমতায় যেতে চাইলেন। আমি আলোচনার কথা বললাম। উনি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন। বললেন, আমি পালানোর পথ পাবো না। এখন উনার পথ কোথায় গেল? বিরোধীদলীয় নেতার উদ্দেশে তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী কোন আশায় আবার তত্ত্বাবধায়ক সরকার চান? তত্ত্বাবধায়ক আসলে যে উনাকে আবার জেলে যেতে হবে না- এই গ্যারান্টি উনাকে কে দিল? অব্যাহত গণতন্ত্র না থাকলে দেশের মানুষের কোন প্রত্যাশাই টিকিয়ে রাখা সম্ভব নয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রাজনৈতিক সিদ্ধান্তেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। গণতন্ত্র যেনো সুসংহত হয় সেজন্য আমরা কাজ করছি। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
হুমকি-ধামকি দিয়ে সরকার পতন করা যাবে না : প্রধানমন্ত্রী
Share This