জি নিউজ বিডি ডট নেট ঃ- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানের টয়লেট থেকে প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল বুধবার ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারলাইন্সের একটি বিমানের টয়লেট থেকে এই স্বর্ণ উদ্ধার করে কাস্টমস। এবিষয়ে কাস্টমসের সহকারী কমিশনার শামসুল আরেফিন খান জানান, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের বিমানটি বুধবার ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তিনি জানান, বিমানটি অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে এর টয়লেটে তল্লাশি চালিয়ে পলিথিনের ভেতরে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ১৩ কেজি ৯৮০ গ্রাম। এছাড়া এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানানতিনি ।তাঃ-০৪-১২-২০১৩
হযরত শাঃআঃ বিমানবন্দরে একটি বিমানের টয়লেট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার
Share This