বিনোদন বলিউড
জি নিউজ বিডি.নেট
বিনোদন ডেস্ক: সমপ্রতি ‘রেস-২’ ছবির মাধ্যমে ভালই আলোচনায় আসেন আমিশা প্যাটেল। নতুন খবর হলো আমিশা এবার নতুন একটি ছবির আইটেম গানে কাজ করতে যাচ্ছেন। ছবিটি পরিচালনা করছেন আব্বাস মাস্তান। শুধু তাই নয়, এই আইটেম গানের কিছু দৃশ্যে বিকিনি পরে ক্যামেরাবন্দি হবেন আমিশা। বড় আয়োজন করেই তৈরি করা হচ্ছে এ আইটেম গানটি। এ গানে আমিশার পোশাক ডিজাইন করার জন্য একঝাঁক তরুণ ডিজাইনারকে দায়িত্ব দেয়া হয়েছে যেন নতুনত্ব থাকে তাতে। জানা গেছে এর মধ্যে দুই জোড়া বিকিনি পরে গানটিতে অংশ নেবেন আমিশা। এর আগে পরিপূর্ণ আইটেম গানে তেমন একটা পাওয়া যায়নি আমিশাকে। এই আইটেম গানটির জন্য যে কোন ধরনের পোশাক পরতেই রাজি আমিশা। এ বিষয়ে তিনি বলেন, আমি একদমই নতুন উদ্যাম নিয়ে গত বছরের শেষদিক থেকে কাজ করা শুরু করেছি। কাজের জন্য আসলে আমি সবই করতে রাজি আছি। আর আমি তো নিজেকে এখন খোলামেলা উপস্থাপন করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। আব্বাস মাস্তানের নতুন ছবির আইটেম গানে কাজ করছি। যে কোন পোশাকেই আমি গানটিতে কাজ করতে রাজি আছি। তেমনটাই পরিচালকের সঙ্গে কথা হয়েছে। এখানে একদমই হট আমিশাকেই দর্শকরা পাবেন।
জি নিউজ বিডি.নেট /বিনোদন/ শনিবার, ৩০ মার্চ ২০১৩