জি নিউজঃ-বিশেষ হজ ফ্লাইট শুরু হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র সূত্র মতে, শনিবার প্রথমদিন ৩টি ফ্লাইট যাত্রা করবে। ইতোমধ্যে হজগমনেচ্ছুরা বিমানবন্দরে আসতে শুরু করেছেন। বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স মূলত তাদের বহন করবে। হজ ফ্লাইট গতশনিবার থেকে শুরু হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র একটি ফ্লাইট (বোয়িং ৭৭৭ – ৩০০ ইআর ) বাংলাদেশী হজ যাএীর প্রথম ব্যাচের ৪১৯ জন হজ যাত্রী নিয়ে দুপুর ১টা ৪০ মিনিটে সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান এবং ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বিমান বন্দরে উপস্থিত থেকে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন। এর আগে বিমন বন্দরের ভিআইপি লাউঞ্জে ফারুক খান সাংবাদিকদের বিফ্রিংকালে বলেন, এ বছর আমরা হজ ফ্লাইটের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। তিনি বলেন, হজব্রত পালনকালে হজ যাত্রীদের যেকোন ধরনের লাঞ্ছনা প্রতিরোধেও প্রয়োজনীয় ব্যবস্থ নেয়া হয়েছে।
এছাড়া ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বলেন, তিনি আশাবাদী যে বিগত তিন বছরের ন্যায় এবছরেও সরকার সফলভাবে হজ ফ্লাইট পরিচালনা করবে।
হজ ফ্লাইট শুরু
Share This