স্বল্প সুদে ব্রাক ব্যাংক কৃষকদের ৪০ কোটি টাকা ঋন দিবে -ড্যান ডব্লিউ মজিনা।

-mozinza-2জি নিউজঃ-বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। তিনি বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় যুক্তরাষ্ট্র সবসময়ই পাশে থাকবে। গত রবিবার গুলশানের আমেরিকান ক্লাবে ব্রাক ব্যাংকের সঙ্গে ইউএসএআইডি’র ডেভোলপমেন্ট ক্রেডিট অথরিটি চুক্তি সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ জানান। ড্যান ডব্লিউ মজিনা বলেন, কৃষি উন্নয়ন বাড়াতে এবং কৃষকদের মধ্যে পরিবর্তন আনতে স্বল্প সুদে ব্রাক ব্যাংক কৃষকদের ৪০ কোটি  টাকা ঋন  দিবে। এ ঋন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ২০ জেলার কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। এছাড়া এই ৪০ কোটি  টাকার ৫০ শতাংশের নিশ্চয়তা ইউএসএআইডি দিবে। এসব টাকা দিয়ে কৃষকদের শস্যের বীজ ও টেকনোলজির উন্নয়ন হবে। এই ঋন নিশ্চয়তার মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৃষি ক্ষেত্রে নতুন অধ্যায় সুচনা হবে বলেও জানান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

 

Exit mobile version