স্থায়ী কমিটির সাথে খালেদার বৈঠক

 জি নিউজ বিডি ডট নেট

bnp logo ..জি নিউজ ডেস্ক ঃ দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সাথে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বুধবার রাত সোয়া ৯ টায় চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, সারোয়ারী রহমান, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া ও আবদুল মঈন খান। এছাড়া, বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা।

১৯ সদস্যের স্থায়ী কমিটির মধ্যে ৯ জনই বৈঠকে অনুপস্থিত ছিলেন। সাধারণত স্থায়ী কমিটির বৈঠকে নিয়মিত উপস্থিত থাকেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়। তবে বর্তমানে তারা জেলে রয়েছেন। অসুস্থতার জন্য যশোরে আছেন তরিকুল ইসলাম। এম শামসুল ইসলামও দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। নজরুল ইসলাম খান গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন।

দলীয় সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, নতুন কর্মসূচি এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ একের পর এক সিনিয়র নেতাকর্মী আটক ইত্যাদি বিষয়ে দলের করণীয় ঠিক করতেই এই বৈঠক হয়। বৈঠক শেষ হয় রাত ১১ টায়।

বন্দি নেতাদের নিঃশর্ত মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতাল বুধবার সন্ধ্যায় শেষ হয়েছে।

Exit mobile version