সেন্টমার্টিনে ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছে

অনলাইন ডেস্ক:-  কক্সবাজার : ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ এর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় কারণে সেন্টমার্টিনে প্রায় পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। গতকাল শনিবার সংকেত বেড়ে যাওয়ায় টেকনাফ থেকে কোনো জাহাজ সেন্টমার্টিন যেতে না পারায় সেখানে অবস্থান করা পর্যটকরা আটকা পড়েন। এদিকে কক্সবাজার আবহাওয়া অফিস সূত্র জানায়, ঘূর্ণিঝড় হুদহুদ মহাশক্তিশালী হয়ে ভারতের অন্ধ্র ও ওড়িশা প্রদেশের দিকে এগোচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে এক থেকে তিন ফুট বেড়ে জলোচ্ছ্বাস হতে পারে। এ আশঙ্কায় কক্সবাজারসহ চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দরসহ উপকূলকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন পর্যটকদের আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেখা দেওয়ায় আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সংকেত শুরু হওয়ার পর থেকে সেন্টমার্টিন গমনকারী পর্যটকরা যাতে রাত যাপন না করে সে ব্যাপারে চলাচলকারী জাহাজগুলোকে মাইকিংয়ের জন্য লিখিত নির্দেশনা দেওয়া হয়েছিল। তারপরেও অনেক পর্যটক তা অমান্য করে থেকে যায়। আবার অনেকে সংকেত শুরুর আগে থেকেই সেন্টমার্টিনে অবস্থান করছিল। তিনি আরো বলেন, তবে আটকা পড়া পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসন সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।

Exit mobile version