সেনাবহরে বোমা হামলা: নিহত ২০, জরুরি অবস্থা ঘোষণা

rt19-3আন্তর্জাতিক ডেস্ক ঃ- পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের বান্নু এলাকায় একটি সেনাবহরে ভয়াবহ বোমা হামলার ঘটনায় অন্তত ২০ সেনা সদস্য নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশংকাজনক। রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে গতকালরোববার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। উগ্রবাদী তালেবান গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেছে। আহত সেনা সদস্যদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।   পাকিস্তান নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, রাজমাক শহর থেকে ওয়াজিরিস্তানে যাওয়ার সময় সেনাবহরটি হামলার শিকার হয়। সেনা সদস্যদের বহনের জন্য একটি বেসামরিক গাড়ি ভাড়া করা হয়েছিল এবং সেটি হামলার কবলে পড়ে। এর আগেও বান্নু এলাকায় সেনাবাহিনী কয়েক দফা হামলার শিকার হয়েছে। এলাকাটিকে তালেবানাদের শক্ত ঘাঁটি ও অভয়ারণ্য বলে মনে করা হয়। এদিকে, আজকের হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং তালেবান বিরোধী অভিয়ান শুরু হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সেনাসদস্যদের প্রাণহানিতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। সূত্র -রেডিও তেহরান তাঃ-২০ জানুয়ারি ২০১৪।

 

Exit mobile version