সুন্দর হতেই এক তরুণীর মৃত্যু

অনলাইন ডেস্ক:- ‘‘আরো সুন্দর হতে গিয়ে এক তরুণীর মৃত্যু – খবরটি পড়ে বিস্মৃত হওয়া ছাড়া আর কী বা করার আছে? ‘হায়রে মানুষ, হায়রে তাদের বিচিত্র নেশাপাঠক ওবায়দুল্লাহ তাঁর ই-মেলটির শুরু করেছেন এভাবেই৷ এরপর তিনি লিখেছেন, ‘‘কোন মানুষের মনে কখন যে কী নেশা ভর করে, তা তো আগে থেকে বোঝার উপায় নাই৷ যদি তা বোঝার কোনো উপায় থাকতো, তাহলে এর প্রতিকার করার কিছুটা সুযোগ হয়ত পাওয়া যেত৷ কিন্তু সেটা কিছু ক্ষেত্রে সম্ভব না৷ তাই আমরা সচরাচর একটি কথা ব লে থাকি – ‘নেশা খাবি খা, মরে যাবি যা’৷”
তাঁর কথায়, ‘‘মহান সৃষ্টিকর্তা মানুষকে যথেষ্ট সুন্দর করে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা প্রত্যেককে এক-একটি গুণ দিয়ে সৃষ্টি করেছেন৷ যা সাদার মধ্যে আছে, তা কালোর মধ্যে নেই৷ আবার যা কালোর মধ্যে আছে, তা সাদার মধ্যে নেই৷ যা সাদা করতে পারে, তা কালো করতে পারে না৷ আবার যা কালো করতে পারে, তা সাদা করতে পারে না৷ অর্থাৎ সৃষ্টিকর্তা একেকজনকে একেক প্রয়োজনে, একেক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন৷ তার সাথে পাল্লা দিতে গেলেই বাঁধে বিপত্তি৷ তাই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখা আমাদের সবার কর্তব্য৷‘এছাড়াও ‘চিকিৎসায় ঔষধি গাছের সাহায্য নিন’ – প্রতিবেদনটির মাধ্যমে অনেক অজানা তথ্য জানতে পারলাম, যা আমাদের প্রত্যহিক জীবনে অনেক উপকারে আসবে৷ মৌরি, গোল মরিচ, পুদিনা পাতা, রসুন, ল্যাভেন্ডার, দারুচিনি ও লবঙ্গের ঔষধি গুণাগুণ সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম৷ মো.ওবায়দুল্লাহ পিন্টু, আমলা, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷” পরের ই-মেলটি পাঠিয়েছেন নওগাঁ থেকে পাঠক দেওয়ান রফিকুল ইসলাম রানা৷ তিনি লিখেছেন, ‘‘ওয়েবপেজে দেখলাম ইবোলা আক্রান্তদের পাশে চীন ও জাপান এগিয়ে আশায় নতুন মাত্রা যোগ হলো৷ চীন এর ঔষধ বানাচ্ছে, ফলে দ্রত এর ঔষধ বাজারে পাওয়া যাবে বলে আশা করছি৷ গোলাম আজমকে নিয়ে প্রতিবেদনগুলো বেশ ভালো হয়েছে৷ ওয়েবপেজের বিভিন্ন প্রতিবেদনগুলোর মধ্যে ‘গোলাম আজমের মৃত্যু ও জানাজা’, ‘সন্দর হতে গিয়ে নারীর মৃত্যু’ বেশি ভালো লেগেছে৷ খবর:ডিডাব্লিউ,প্রতিটি প্রতিবেদন ছিল চমত্কার৷

Exit mobile version