অনলাইন ডেস্ক, দিল্লি, জি নিউজ ঃ- স্বল্প সময়ের মধ্যে স্থল সীমান্ত চুক্তি এবং এর আওতায় স্বাক্ষরিত প্রটোকল অনুসমর্থনের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিন দিনের ভারত সফররত ডা. দীপু মনি শুক্রবার তার সফরের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। ড. মনমোহন সিং বলেন, তিস্তার পানি বণ্টন এবং দু’ দেশের সীমানা চুক্তি বাস্তবায়নের ব্যাপারে ভারত আশাবাদী। তাই এর বাস্তবায়নের দিকে ভারত খুব শিগগিরই এগিয়ে আসবে।মহমোহনের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি জানান, ভারত বাংলাদেশের সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তাই দু’দেশের প্রধানমন্ত্রীদ্বয়ের মধ্যে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। ভারত এ বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দিবে বলেও জানান তিনি। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বলেন, ভারত এমন কোনো প্রকল্প গ্রহণ করবে না যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তিনি দু’দেশের মধ্যে পাওয়ার গ্রিড সংযোগ কাজ, সেপ্টেম্বর থেকে গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন, জলবিদ্যুৎ, টিপাইমুখ যৌথ সমীক্ষাসহ নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, আমদানি-রপ্তানি বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়। পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্য সভায় গত অধিবেশনে এ বিলটি উত্থাপনের উদ্যোগ নেয় ভারত সরকার। তখন দুর্নীতির অভিযোগ ওঠা দুই মন্ত্রীর পদত্যাগ দাবিতে বিরোধী দল পার্লামেন্টে কোনো বিল পাশ হতে না দেয়ার হুমকি দেয়। সে সময় আসাম গণপরিষদের দুই সাংসদও ওই বিল তোলার উদ্যোগের বিরোধিতা করে।
সীমান্ত চুক্তি ব্যাপারে দীপু মনিকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং
Share This