সিরিয়ার আলেপ্পোতে বিমান হামলায় নিহত ৭৬

siria 17আন্তর্জাতিক ডেস্ক  ঃ-   সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে বিমান হামলায় ২৮ শিশু ও চার নারীসহ ৭৬ জন নিহত হয়েছে। সিরিয়ার তথাকথিত মানবাধিকার সংগঠন অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (সোমবার) এ পরিসংখ্যান দিয়েছে। সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহী সূত্রগুলো দাবি করেছে, গতকাল সিরিয়ার সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে তাদের নিয়ন্ত্রিত এলাকার ওপর বোমাবর্ষণ করা হয়। তবে এ হামলা সম্পর্কে সরকারের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেয়া হয় নি। বিদেশী মদদপুষ্ট বিদ্রোহীরা সিরিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে সাধারণত আবাসিক এলাকাগুলোকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে থাকে। জাতিসংঘ জানিয়েছে সিরিয়ায় গত তিন বছর ধরে চলমান যুদ্ধে লক্ষাধিক মানুষ নিহত হয়েছে এবং গৃহহীন হয়েছে আরো লাখ লাখ মানুষ। এদিকে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, আল-কায়েদা সংশ্লিষ্ট সন্ত্রাসীরা সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে অন্তত ৮০ জনকে হত্যা করেছে। এছাড়া বিদ্রোহীরা বহু নিরীহ মানুষকে অপহরণ করেছে মানবঢাল হিসেবে ব্যবহার করার জন্যে। সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহীদের কাছ থেকে আদরা শহরটি পুনর্দখলের পর বিদ্রোহীরা ওই ৮০ ব্যক্তিকে হত্যা করে। আদরা শহরে পুনর্দখলের অভিযানে অসংখ্য বিদ্রোহী নিহত হয়। খবর রেডিও তেহরান এর #

Exit mobile version