সাভার প্রতিনিধি, জি নিউজঃ- সাভারে সোমবার ধসে পড়া রানা প্লাজার বিভিন্ন কারখানার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের লাঠিপেটা করেছে পুলিশ। এ সময় ওই ভবনধসের ঘটনায় আহত শ্রমিক ও নিখোঁজ শ্রমিকদের স্বজনরাও লাঠিপেটার শিকার হন। এতে কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। ঈদের বেতন-বোনাস ও ক্ষতিপূরণের দাবিতে তারা সকাল থেকে বিক্ষোভ করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান বেশ কিছুদিন ধরে বকেয়া বেতন-বোনাস এবং আহত ও নিখোঁজ শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করছেন রানা প্লাজার ভবনধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং আহত ও নিখোঁজদের স্বজনরা। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল ১০টার দিকে ৪ শতাধিক শ্রমিক এবং নিখোঁজ ও আহত শ্রমিকদের স্বজনরা ঘটনাস্থলের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। পরে তারা একটি মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশে উপজেলা পরিষদের দিকে রওনা হন। মিছিলটি পাকিজা ডায়িংয়ের কারখানার সামনে পেঁৗছলে পুলিশ এতে বাধা দেয় এবং শ্রমিকদের পিছু হটতে বাধ্য করে। মিছিলটি রানা প্লাজার দিকে ফিরে যাওয়ার সময় একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটা করতে থাকে। এ সময় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে অনেকে রাস্তার পাশে খাদে পড়ে যান। পুলিশ খাদে নেমে অনেক শ্রমিককে লাঠিপেটা করে। এসব ঘটনায় কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। পরে শ্রমিকদের কিছু অংশ বিচ্ছিন্নভাবে রানা প্লাজার ওই স্থানের সামনে অবস্থান নেন। এ ব্যাপারে সাভার থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বলেন, ঈদের আগে সড়কে অবস্থান নিলে প্রচ- যানজটের সৃষ্টি হয়। এতে ঘরমুখো মানুষ দুর্ভোগের শিকার হতে পারেন। এ কারণেই ভয় দেখিয়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে তিনি শ্রমিকদের লাঠিপেটা করার বিষয়টি অস্বীকার করেছেন।ছবি বিবিসির