অনলাইন ডেস্ক , জি নিউজ: সাভারের ভবন ধসের দুর্ঘটনাকে তেমন ভয়াবহ বলে মনে করেন না ,অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ভারতে এপি’র সঙ্গে এক সাক্ষাৎকারে এ ধরনের মনোভাব ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেই সঙ্গে সাভার দুর্ঘটনার কারণে গার্মেন্ট শিল্পে যে কোন ধরনের নেতিবাচক প্রভাবের বিষয়টিও তিনি নাকচ করে দিয়েছেন। বর্তমানে ভারতের রাজধানী দিল্লি সফরে থাকা অর্থমন্ত্রী এপিকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেছেন, সাভার দুর্ঘটনা বাংলাদেশের গার্মেন্ট শিল্পের কোন ক্ষতি করবে না। তিনি বলেন- বর্তমানের সঙ্কটকে আমি তেমন গুরুতর মনে করি না। এটা একটি দুর্ঘটনা মাত্র। আবুল মাল আব্দুল মুহিত বলেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটতে পারে, সে জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। এব্যাপারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমি মনে করি, এ উদ্যোগ সবাইকে আশ্বস্ত করবে। বিদেশী ক্রেতারা বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে পারে ভেবে তিনি চিন্তিত কিনা জানতে চাইলে এপিকে তিনি বলেন- এ ধরনের দুর্ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ধরনের দুর্ঘটনা সবখানেই ঘটে। গত ২৪শে এপ্রিল সাভারে ভবন ধসের দুর্ঘটনাকে বিশ্বে গার্মেন্ট কারখানার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা বলে বিবেচনা করা হচ্ছে।