সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে ২৬ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

অনলাইন ডেস্ক:- পবিত্র হজ ও মহানবী(সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের দাবিতে ২৬ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামী দলগুলো।এর আগে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের জন্য দু’ই দফায় সময় বেঁধে দিয়েছিল সম্মিলিত ইসলামী দলগুলো। কিন্তু এ সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার না করায় সংগঠনটি হরতাল কর্মসূচি ঘোষণা করেছে।গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান।সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিন, মুসলিম লীগ একাংশের কাজী আবুল খায়ের, খেলাফত যুব আন্দোলনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সাতক্ষীরা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম বাদশা মিয়া বুধবার সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা অভিযোগ আমলে নিয়ে গতকাল দুপুর ১২টার দিকে আবদুল লতিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।ওদিকে গতকাল বুধবার বিকেলে আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা শাখার উদ্যোগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ করে। সমাবেশে বক্তারা অবিলম্বে লতিফ সিদ্দিকীকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশে না ফিরলে তার নাগরিকত্ব বাতিল ও সম্পদ বাজেয়াপ্তের দাবি জানান।

Exit mobile version