সাদুল্যাপুরে ২৭টি ভোট কেন্দ্রে বোমা, ককটেল বিস্ফোরণ হামলা ও ভাংচুরের অভিযোগে মামলা দায়ের

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুরে দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৭টি ভোট কেন্দ্রে বোমা, ককটেল বিস্ফোরণ হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগে স্ব স্ব ভোট কেন্দ্রর প্রিজাইডিং অফিসাররা সাদুল্যাপুর থানায় মামলা দায়ের করেছে। ইতি মধ্যে সাদুল্যাপুর থানায় ১২টি মামলা দায়ের হয়েছে।

জানাগেছে, সাদুল্যাপুর উপজেলার ক্ষতিগ্রস্থ কেন্দ্রে গুলো হলো উপজেলার তাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চকভগবানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছান্দিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, খোর্দ্দকোমরপুর হাইস্কুল, উত্তর দামোদরপুর বুরির ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রসুলপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুঞ্জমহিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাইকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, পীরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, চকশালাইপুর দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের স্ব স্ব  প্রিজাইডিং অফিসারগণ বাদী হয়ে মামলা দায়ের করেছে। প্রায় অধিকাংশ মামলায় অজ্ঞাত  নামা আসামী করা হয়েছে।

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, মামলা দায়ের হওয়্রা পর পরই থানার সকল ইন্সক্টর কে তদন্ত ভার দেওয়া হয়েছে। সে অনুযায়ী অফিসারগণ সরেজমিনে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

পীরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বোমা, ককটেল বিস্ফেরণ ও হামলা চালিয়ে ভাংচুর মামলা তদন্তকারী কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার (এসআই) গোলাম রব্বানী জানান, সরেজমিনে তদন্ত করে প্রকৃত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও তাদের গ্রেফতারের জন্য পুলিশি ততপরতা চলছে।

উল্লেখ্য যে, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ১৩০টি ভোট কেন্দ্রের মধ্যে ৮০টি ভোট কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়েছে। এর মধ্যে সাদুল্যাপুর উপজেলায় ২৭টি ও পলাশবাড়ি উপজেলা ৫৩টি ভোট কেন্দ্র ।

Exit mobile version