সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা র আশাশুনি সেটেলমেন্ট অফিসে চাঁদাবাজির সময় ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে এই আটকের ঘটনা ঘটে। ধৃতরা হল,আশাশুনি সদরের আঃ রব সরদারের ছেলে মিলন রহমান ও আবুল বিশ্বাসের ছেলে ঈদ্রিস হোসেন। এরিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলে আশাশুনি থানার ওসি গনমাধ্যমকে জানান।
আশাশুনি উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা কামর“ল ইসলাম জানান, মিলন ও ঈদ্রিস দীর্ঘদিন ধরে সেটেলমেন্ট অফিসসহ সেবা নিতে আসা লোকদের নিকট থেকে বিভিন্নভাবে ভয়ভিতি দেখিয়ে চাঁদাবাজি করত। এদের অত্যাচারে অতিষ্ট হয়ে গতকাল দুপুরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে।
এদিকে চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটকের কথা অস্বীকার করে আশাশুনি থানার ওসি ফরিদ উদ্দীন বলেন, ছাত্রলীগের ওই দুই কর্মী বিবাদে জড়িয়ে পড়ায় তাদেরকে আটক করা হয়েছে। একই সময়ে তিনি বলেন ইতোপূর্বের দলীয় মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কাজী নাসির উদ্দীন/সাতক্ষীরা/জি নিউজ