সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা-কালিগঞ্জ মহা সড়কের বাঁকাল এলাকায় গাছ কেটে রাস্তা অবরোধ করে পূব থেকে রাখা একটি বিআরটিসি বাসে ও একটি সাইকেলে আগুন দিয়েছে অবরোধ সমর্থক জাময়াত-শিবির কর্মীরা। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। এদিকে, সকাল থেকে ভোমরা স্থল বন্দর সড়কে টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেছে ১৮ দলের নেতা কর্মীরা। তারা ভোমরা স্থল বন্দর এলাকায় ৫ টি ককটেল বিস্ফোরন ঘটায় ও বিক্ষোভ মিছিল করে। তবে ১৮ দলের ডাকা অবরোধে সাতক্ষীরায় কোন বিএনপির নেতাকর্মীদের গত দুই দিনে দেখা মেলেনি। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বাড়িতে পুলিশি হানার পর থেকে জেলার শীর্ষ নেতারা আত্মগোপনের রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক সত্যতা স্বীকার করে জানান, বাসটি আগেই রাখা ছিল। এ সময় অবরোধ কারিরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় অবরোধ কারিরা পালিয়ে যায়।