সাতক্ষীরাপ্রতিনিধিঃ দেশ ব্যপি বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালে সাতক্ষীরায় বাসে আগুন ও মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল ভোরে সাতক্ষীরা -যশোর মহাসড়কের অন্নের মোড় এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরা গামী রোজিনা পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় হরতাল সমর্থক জামায়াত-শিবির কর্মীরা। পরে সাতক্ষীরা থেকে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে খুলনা- সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে শিবির কর্মীরা ইট বিছিয়ে, টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে। এসময় তারা হরতালের পক্ষে একটি মিছিলও করেছে। পরে পুলিশ এসে রাস্তা থেকে এসব সরিয়ে ছোট ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা করে। পাশাপাশি সকালে বাঁকাল ও রামচন্দ্রপুরসহ শহরের প্রধান প্রধান সড়কে হরতাল সমর্থকরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, মিছিল ও পিকেটিং করেছে। অফিস আদালতে লোকজনের উপস্থিতি ছিল কম, দোকান পাট অংশিক খোলা ছিল। ভোমরা বন্দরে আমদানি রপ্তানি হয়নি। শহরে ছোট ছোট যান বাহন চলেছে। দুর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাস পোড়ানোর সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই হরতাল সমর্থক জামায়াত-শিবির কর্মীরা দ্র“ত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরা