কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গায় শ্বশুর বাড়িতে জামাতাকে পিটিয়ে হত্যা ও শহর উপকণ্ঠের অন্নের মোড়ে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে পুলিশ এসব লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদরের বলাডাঙ্গায় আমিনুদ্দিনের মেয়ে জুলেখা খাতুনের সাথে বিয়ে হয় কলারোয় উপজেলার আরশাদ আলীর ছেলে আসাদুল ইসলামের। দাম্পত্য জীবনে সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য শুর“ হয়। এর এক পর্যায়ে মঙ্গলবার আসাদুলকে শ্বশুর বাড়ির লোকজন মোবাইলে খবর দিয়ে ডেকে নিয়ে আসে। রাতে ঘুমানোর পর সকালে তার মৃত্যু দেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পিতা জানান, তার ছেলেকে মোবাইল করে শশুরবাড়ির লোকজন ডেকে নিয়ে যায়। এরপর রাতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে নিহতের পিতা দাবী করেন। নিহতের স্ত্রী জুলেখা খাতুন জানান, রাতে খাওয়া শেষে সে ঘুমিয়ে পড়ে এরপর তার বুকে ব্যাথা অনুভুত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী খাঁন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের পিতা বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে মঙ্গলবার সকালে সাতক্ষীরা -যশোর সড়কের অন্নের মোড়ে অপর এক অজ্ঞাত যুবকের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। তাকে অজ্ঞাত দুঃস্কৃতিকারিরা পিটিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়েগেছে বলে স্থানীয়দের ধারণা। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানান।