সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরার কলারোয়ায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এক হাজার একশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। শনিবার ভোর রাতে কলারোয়া উপজেলার লাঙ্গরঝাড়া গ্রামের দুই বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করা হয়।
৩৮বিজিবি ব্যাটলিয়ন অপারেশন অফিসার মেজর আনার“ল মাজাহার জানান, বিজিবি সদস্যরা কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের কাজেম আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১৪ বস্তায় ১ হাজার একশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
কাজী নাসির উদ্দীন /সাতক্ষীরা/ জি নিউজ