সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরায় ডাকাতিকাজে বাধা দেয়ায় দুই নৈশ প্রহরীকে পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল সোমবার ভোর রাত ৩ টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা মহিলা ডিগ্রী কলেজে কর্তব্যরত নৈশ প্রহরীরা ডাকাতি প্রতিহত করায় তারা মারপিটের শিকার হন।
আহতরা হলেন, কলেজের নৈশ প্রহরী ইমদাদুল হক (৩৫) ও সালামত মোড়ল (৫৪)। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হোস্টেল সুপার ড.রবিউল ইসলাম জানান, ভোর রাতে ১০/১২ জনের ডাকাত দল কলেজের প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাদের হাত পা বেধে মার পিট করতে থাকে। এসময় পার্শ্ববর্তী হোষ্টেলের ছাত্রীরা ভয়ে চিৎকার করতে থাকলে এলাকার লোকজন এগিয়ে এলে অবস্থা বেগতিক দেখে ডাকাতদল পালিয়ে যায়। পরে খবর পেয়ে পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ১টি ধারালো দা, ২টি শাবল উদ্ধার করে।
এবিষয়ে কলেজ অধ্যক্ষ লুৎফুন আরা জানান, বিকালে পরিচালনা পরিষদের সভা ডাকা হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক পদক্ষেপ গ্রহন করা হবে।