সাতক্ষীরাকে যারা রক্তাক্ত করেছে তাদের ছাড় দেয়া হবে না- প্রধানমন্ত্রী

জি নিউজ বিডি ডট নেট ঃ- সাতক্ষীরাকে যারা রক্তাক্ত করেছে তাদের ছাড় দেয়া হবে না। সাতক্ষীরাকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করা হবে। যতদিন না শান্তি ফিরে আসবে ততদিন সাতক্ষীরায় যৌথবাহিনী থাকবে বলে ঘোষণা দিয়াছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের লক্ষ্য। কিন্তু বিএনপি-জামায়াত কাজ হলো সহিংসতা। সাম্প্রতিককালে সাতক্ষীরায় রাজনৈতিক সহিংসতায় নিহতদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে গতকালসোমবার দুপুরে সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, খুন-খারাবি করে, রাস্তা বন্ধ করে, জ্বালাও-পোড়াও করে আন্দোলন হয় না। এটা আন্দোলন না। এটা আন্দোলনের নামে নাশকতা।  শেখ হাসিনা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া অর্থনৈতিক উন্নতি হয় না। আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে। আর বিএনপি জামায়াত হরতাল অবরোধ দিয়ে তা ধ্বংস করে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এই অঞ্চলে মানুষের নিরাপত্তা বিধানের জন্য জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, আমাদের দেশে এক অশান্তি বেগম আছেন। উনি মানুষের শান্তি দেখতে পারেন না। উনি নির্বাচন ঠেকানোর চেষ্টা করেও পারেননি। নিজে ব্যর্থতার আগুনে পুড়ে মরছেন। সেই আগুনে দেশের মানুষকেও পোড়াচ্ছেন। এর আগে বেলা সোয়া একটায় হেলিকপ্টারে করে শেখ হাসিনা সাতক্ষীরায় পৌঁছান।  সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি। বিকেল তিনটায় প্রধানমন্ত্রী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন। এ সময় শেখ হাসিনা বলেছেন, “বিএনপির রাজনীতি হচ্ছে সন্ত্রাস, দুর্নীতির। তাদের দোসর হচ্ছে যুদ্ধাপরাধী জামায়াত। হাইকোর্ট তাদের নির্বাচন নিষিদ্ধ করেছে, তাদের ব্যথায় ব্যথিত হয়ে খালেদা জিয়া নির্বাচন বর্জন করেছেন। কেবল বর্জন না, নির্বাচনে বাধা দেয়ার চেষ্টা করেছেন। তিনি উল্লেখ করেন, শত বাধা অতিক্রম করেও ৫ জানুয়ারি ভোট হয়েছে। কিন্তু নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি নেতা যে ভুল করেছেন, তার খেসারত তাকেই দিতে হবে। হাসিনা বলেন, সাতক্ষীরায় একের পর এক আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে। প্রতিটি উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতা-কর্মীদের হত্যা করেছে, বাড়িঘর পুড়িয়েছে, লুট করেছে। যারা এসবের সঙ্গে জড়িত, যারা  গাছ কেটেছে, রাস্তা কেটেছে, তাদের একজনও রেহাই পাবে না। বিএনপি নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না-এমন অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ”ওনার খালেদা জিয়া মন পড়ে আছে পেয়ারে পাকিস্তানে। উনি শয়নে স্বপনে পেয়ারে পাকিস্তানই দেখেন। যখনই দেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, ওনার মাথা খারাপ হয়ে গেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ ভিক্ষা করবে না। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। মাথা উচু করেই বাঁচবো ইনশাল্লাহ। তাঃ-২১ জানুয়ারি২০১৪

 

 

Exit mobile version