সাত¶ীরা প্রতিনিধি:সাত¶ীরায় ডিবি পুলিশের অভিযানে মবিল পটের মধ্যে সংর¶িত ৫০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার ভোরে শহরের বাকাল চেক পোষ্ট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। ধৃতের নাম জুলফিকার আলী (৪৪) সে সাত¶ীরা সদর উপজেলার গাংনিয়া গুচ্ছ গ্রামের মৃত শেখ মহিউদ্দীনের ছেলে।
ডিবি পুলিশের ওসি সরদার মোশাররফ হোসেন জানান, তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে শহরের অদুরে বাকাল চেকপোষ্ট এলাকায় অবস্থান করে। এসময় বাইসাইকেল যোগে এক ব্যক্তি মবিল পটের মধ্যে র¶িত ৫০ বোতল ফেনসিডিল নিয়ে আসার সময় তাকে হাতে নাতে আটক করে। সে বাইসাইকেল যোগে ফেনসিডিল নিয়ে খুলনায় যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে। এছাড়াও রোববার সদর উপজেলার বহেরা গ্রামের আনিছুর রহমানের ছেলে বাপ্পী (২৮) কে ১৫ বোতল ফেনসিডিলসহ রা¯—া থেকে গ্রেপ্তার করে।
এব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
কাজী নাসির উদ্দীন, সাত¶ীরা/জি নিউজ