সাকা চৌধুরীর আইনজীবীর অফিসে তল্লাশি

জি নিউজঃ-রায় ফাঁসের ঘটনা এখন গোয়েন্দা পুলিশ তদন্ত করছে, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খসড়া রায়, এই রায় আগে-ভাগেই ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত থেকে বেশ কয়েকটি অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে,  এবং কিছু কম্পিউটার ও কাগজপত্র জব্দ করেছে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ ঢাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতের এক বছর ধরে ট্রাইব্যুনালে কাজ করে আসা মাস্টার রোলের কর্মচারী নয়ন আলীকে গ্রেফ তার পুলিশ , আদালত থেকে রায় ফাঁস হওয়ার ঘটনায় তাঁর যোগসাজশ থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে শুক্রবার ঢাকায় সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের অফিসে পুলিশ তল্লাশি চালায়পুলিশের অতিরিক্ত আইজি শহীদুল হক জানান প্রাথমিক তদন্তের ভিত্তিতে সন্দেহভাজনদের ঠিকানায় তাঁরা তল্লাশি চালাচ্ছেন আইনজীবী ফখরুল ইসলামের কার্যালয় থেকে কম্পিউটার সহ বিভিন্ন জিনিস জব্দ করেছে গোয়েন্দা পুলিশ আটক নয়ন স্বীকার করেছে, পেনড্রাইভ দিয়েই সে রায়ের তথ্য সরিয়েছেএ কাজে তাকে অর্থের প্রলোভন দেখানো হয়েছেউল্লেখ্য ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ কিন্তু তার আগের দিনই এই রায় ফাঁস হয়ে যায় বলে অভিযোগ উঠেতাঃ০৫-১০-২০১৩

Exit mobile version