সরকার সারাদেশে সন্ত্রাস ছড়িয়ে দিয়েছে-বিএনপি

rt24জি নিউজ বিডি ডট নেট ঃ-  জানুয়ারির নির্বাচনের পর যৌথবাহিনীর নামে সরকার সারাদেশে সন্ত্রাস ছড়িয়ে দিয়েছে। গুম, খুন ও নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এ কাজ সরকারের ইমেজকে বৃদ্ধি করতে পারবে না অভিযোগ করে বলেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন  “সরকারের যদি আত্মমর্যাদাবোধ থাকত, তাহলে তারা জনগণের মতামত উপেক্ষা করে একদলীয় প্রহসনের নির্বাচন করত না। বর্তমান সংসদে ১৫৩ জন ‘ফাও’ এমপি হয়েছেন। তাদের মধ্যে আবার অনেকে মন্ত্রীও বনে গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ড. আসাদুজ্জামান রিপন বলেন, আগামী ৫ বছরের আগে ক্ষমতা ছাড়বেন না বলে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা যে আস্ফালন দেখাচ্ছেন তা মুক্তিযুদ্ধ ও সাংবিধানিক চেতনা র পরিপন্থী। তিনি বলেন, সংবিধান অনুয়ায়ী প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিরা শপথ গ্রহণের সময় রাগ-বিরাগের উর্ধ্বে থেকে দায়িত্ব পালনের প্রতিজ্ঞা করলেও তারা তার ধারেকাছেও যাচ্ছেন না। আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার বিরোধী দলের হরতাল-অবরোধ নিয়ন্ত্রণের নামে মূলত বিরোধী দলকে দমনের পাঁয়তারা করছে। তিনি বলেন, “ফাও এমপিরা কখনোই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। এছাড়া, ৫ শতাংশ মানুষের ভোটে নির্বাচিত সরকার কীভাবে নিজেদের গণপ্রজাতন্ত্রী সরকার বলে তা আমাদের জানা নেই। আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, গাড়ি ভাঙচুরের মতো হাস্যকর মামলায় বিএনপির বয়োজ্যেষ্ঠ নেতাদের জামিন দেয়া হচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। সরকার বিএনপির নেতৃত্বকে দুর্বল করার চেষ্টার অংশ হিসেবে নেতাদের জামিন দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।  এদিকে বিএনপির শীর্ষ পাঁচ নেতার জামিন নামঞ্জুর প্রসঙ্গে তিনি বলেন, “জামিন না দেয়া আদালতের এখতিয়ার। কিন্তু সরকার একদলীয় শাসন ব্যবস্থায় সব প্রতিষ্ঠান দলীয়করণ করেছে। ফলে বিএনপির শীর্ষ পাঁচ নেতা ন্যায়বিচার পাননি। তাদের বিচার করা হয়েছে আওয়ামী লীগ সরকারের দৃষ্টিতে।এ সময়  সংবাদ সম্মেলনে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন । তাঃ- ২৪ জানুয়ারি২০১৪।

Exit mobile version