জি নিউজ বিডি ডট নেট ঃ- সরকার সংবিধান সংশোধন করে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জনগণকে জিম্মি করে ৫ জানুয়ারি নির্বাচন করেছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । এ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের শবযাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাগপা ঢাকা মহানগর আয়োজিত গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার চলমান সংগ্রামে নিহত মাসুদ রায়হানসহ শহীদদের স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের ব্যাপারে জাতীয় সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘আত্মরক্ষার অধিকার সকলের রয়েছে’ বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেয়া হয়েছে। এজন্য তাকে একদিন জবাব দিতে হবে। আজ পর্যন্ত কোনো আন্দোলনই ব্যর্থ হয়নি। অবশ্যই আওয়ামী লীগ সরকারের পতন হবে। মির্জা ফখরুল বলেন, আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার অভিযোগে নিরাপরাধ মানুষকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। সরকারি বাহিনী দিয়ে মানুষ হত্যার চেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ আর কী হতে পারে! আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ দলের কেন্দ্রীয় নেতারা।তাঃ-৭ ফেব্রুয়ারি ২০১৪।
সরকার জনগণকে জিম্মি করে ৫ জানুয়ারি নির্বাচন করেছে- মির্জা ফখরুল
Share This