সরকার চাইলে আলোচনা করতে রাজি – ড. মুহাম্মদ ইউনূস

un 26জি নিউজঃ-চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সরকার চাইলে আলোচনা করতে রাজি আছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসএক্ষেত্রে তিনি অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেমন বসছেন, তেমনি সরকারের সঙ্গেও বসতে প্রস্তুত সোমবার সকালে রাজধানীর মিরপুরে ইউনূস সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক দেখা করে চলে যাওয়ার পর সাংবাদিকরা ইউনূসের কাছে জানতে চান, সামপ্রতিককালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার সঙ্গে দেখা করতে আসছেনএক্ষেত্রে সরকারের সঙ্গেও তিনি বসবেন কিনা? জবাবে ইউনূস বলেন, ‘রাজনৈতিক দলগুলো আমার কাছে আসছেআমি কারো কাছে যাচ্ছি নাসেক্ষেত্রে সরকার যদি চায়, তবে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে আলোচনায় বসেছি, সেভাবেই সরকারের সঙ্গে সানন্দে কথা বলতে রাজি আছিনির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে দেশে অশান্তি কমবে বলে উল্লেখ করে ড. ইউনূস বলেন, নির্বাচনকালীন অশান্তির চেয়ে আমার কাছে প্রধান নির্বাচন-উত্তর অশান্তিআগামী প্রজন্মের কাছে কোন বাংলাদেশ দেব, তা নির্ভর করছে এর ওপরেই এ সময় তিনি ক্ষমতাসীন দল ও প্রধান বিরোধী দলকে সমঝোতায় বসে দীর্ঘস্থায়ী শান্তির প্রক্রিয়া শুরু করার আহ্বান জানানতিনি বলেন, ‘সমঝোতায় যতই বিলম্ব হবে অশান্তি ততই বাড়বেযে পদ্ধতিতে শান্তি দীর্ঘস্থায়ী হবে সে পদ্ধতিই আমরা চাই  ড. মুহাম্মদ ইউনূস বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আসন্ন জাতীয় নির্বাচন হতে হবে

Exit mobile version