সরকার একদিকে দমন-পীড়ন চালাচ্ছে, অন্যদিকে আলোচনার কথা বলে – মির্জা ফখরুল

জি নিউজঃ-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকার নানাভাবে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তিনি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার একদিকে দমন-পীড়ন চালাচ্ছে, অন্যদিকে আলোচনার কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, শুক্রবার সারা দেশে পুলিশ, র‍্যাব ও বিজিবির গুলিতে ১৮-দলীয় জোটের আটজন নেতা-কর্মী নিহত হয়েছেন। সাড়ে ছয় শতাধিক আহত হয়েছেন। ৫৭৫ জনের বেশি নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর । বেগম খালেদা জিয়া বলেছেন, ২৭ অক্টোবর থেকে বর্তমান সরকার সম্পূর্ণ অবৈধ। এমন হলে ওই তারিখের পর বিরোধী দলীয় নেতার বৈধতা থাকে কি না—জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বক্তব্যর মধ্যেই এর উত্তর পেয়ে যাবেন। সরকার যদি আজকের মধ্যে আলোচনার আহ্বান জানায়, তাহলে হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হবে কি না, জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সময় হলে দেখা যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, পুলিশ, র‍্যাব, বিজিবি প্রজাতন্ত্রের কর্মচারী। কিন্তু এ সরকার তাদের দলীয়করণ করার চেষ্টা চালাচ্ছে। সীমান্তে হত্যা চলছে। সেখানে দায়িত্ব পালন না করে বিজিবিকে ন্যায়সঙ্গত সংগ্রাম দমনে ব্যবহার করা হচ্ছে। তাঃ-২৬ অক্টোবর, ২০১৩

 

Exit mobile version