সরকার উপজেলায় নির্বাচনেও একতরফা’ ভোট করার ষড়যন্ত্র করছে- রিজভী

rijvi_ruhul_bnpজি নিউজ বিডি ডট নেট ঃ- দশম জাতীয় সংসদ নির্বাচনের মতোই উপজেলায় নির্বাচনেও সরকার ‘একতরফা’ ভোট করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এ ষড়যন্ত্র রুখতে ‘দুর্বার’ আন্দোলনের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও সাদেক হোসেন খোকার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনার আয়োজন করে। মিথ্যা মামলাসহ নানাভাবে দমন-পীড়নের মাধ্যমে সরকার এককভাবে উপজেলা নির্বাচন করতে চায় বলে অভিযোগ করেন রিজভী,। তিনি বলেন প্রতিদিন বিএনপির নেতাকর্মীদের গুম করা হচ্ছে, গ্রেফতার করে হত্যা করা হচ্ছে। উপজেলা নির্বাচনের প্রাক্কালে ক্রসফায়ারে মানুষ হত্যা করে সরকার ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে। রিজভী, বলেন গতসোমবার নাটোরের সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল হাইকোর্টে জামিনের জন্য এসেছিলেন। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকেসহ পাঁচজনকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। তারা কোথায় আছেন কিংবা তাদের গ্রেফতার দেখানো হয়েছে কি-না- পুলিশের কাছে বার বার জানতে চেয়েও কোনো জবাব মেলেনি বলে অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্দা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত,আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।তাঃ-১২—০২-১৪।

 

Exit mobile version