জি নিউজ বিডি ডট নেট ঃ- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি রোববার মার্চ ফর ডেমোক্রেসিতে অংশ নিতে না দেয়ায় সরকারের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার দেয়া নানা বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি, সোমবার এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গতকাল রোববার রাজনৈতিক কর্মসূচির নামে যে অসভ্য, অশোভন, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য রেখেছেন তাতে গোটা জাতির সাথে আমরাও স্তম্ভিত। আমরা মনে করি গণতন্ত্র ও তার অনুশীলনকারী কোনো রাজনৈতিক দল বা নেত্রীর পক্ষে এরকম বক্তব্য একান্তই বেমানান। নিজ বাড়িতে অবরুদ্ধ অবস্থায় খালেদা জিয়া সাংবাদিকদের কাছে যেসব অভিযোগ করেছেন তার পাল্টা জবাব দিয়ে দীপু মনি বলেন, খালেদা জিয়া সরকারকে জড়িয়ে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর অভিযান, সেনাবাহিনী ইত্যাদি বিষয়ে যা বলেছেন তা চরম মিথ্যাচার। ২৫ ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ডের জন্য বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করা প্রসঙ্গে দীপু মনি বলেন, নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে খালেদা জিয়া যে বক্তব্য রেখেছেন তা অসত্য, নিজেদের কাজ অন্যের ওপর চাপানোর নির্লজ্জ প্রয়াস ছাড়া এটি আর কিছুই নয়। মহাজোট সরকার এই হত্যাকাণ্ডের বিচার করেছে। খালেদা জিয়া চড়া গলায় কথা বলেন। কিন্তু হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের তাঁর প্রিয়ভাজন আইনজীবীরাই আইনি সহায়তা দিয়েছেন। গোপালগঞ্জ জেলার নাম নিয়ে খালেদা জিয়া যে বিষোদগার করেছেন, তা ভাবতেও সরকারি দল লজ্জাবোধ করছে বলে জানান তিনি। দীপু মনি বলেন, বিএনপি-জামায়াত অশুভ জোট দেশে উন্মত্ততা চালাচ্ছে। বিরোধী জোটের নাশকতা থেকে শিশু, বৃদ্ধ, নারী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক কেউ রেহাই পাচ্ছে না। এসব কর্মসূচি কখনো গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না। গণতন্ত্র রক্ষা করতে দশম সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। সংবাদ সম্মেলন থেকে তিনি গণমাধ্যম ও সুশীল সমাজ সবার প্রতি সেনাবাহিনীর খবর পরিবেশন সম্পর্কে দায়িত্বশীল থাকার আহ্বান জানান। এদিকে সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম সহ অনেকে। তাঃ- ৩০ ডিসেম্বর ২০১৩