সরকারি নিষেধাজ্ঞা মানবে না বিএনপি- শামসুজ্জামান দুদু

dudu111111জি নিউজঃ আগামী এক মাস রাজধানীতে সভা-সমাবেশের ওপর সরকারি নিষেধাজ্ঞা মানবে না বিএনপি। গতকাল বিকালে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত  এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বিএনপি এ মন্তব্য করেন। শামসুজ্জামান বলেন, বিএনপি আইন মানে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা মানার কোন কারণ নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ দলের নেতারা উল্টাপাল্টা কথা বলছেন। তাদের একজনের সঙ্গে অন্যজনের কথার কোনো মিল নেই। সবকিছু ভেঙে পড়ার আগে যেমন অবস্থা হয়, তাদেরও তেমন অবস্থা হয়েছে। এতেই প্রমাণিত হয়, বিএনপি নয় সরকারই ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে পড়েছে। শামসুজ্জামান বলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতটাই অসুস্থ যে- একদিনের জন্য কার্যালয়েও আসতে পারেননি। তার আরোগ্য কামনায় দোয়া মাহফিল করতে চেয়েছে জাসাস মঙ্গলবার।  কোনো নোটিস ছাড়া পুলিশ গায়ের জোরে মিলাদ-মাহফিল করতে দেয়নি। তাদের একটিই কথা, মাহফিল করলে নাকি বিশৃঙ্খলা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো গণতন্ত্র, কোনো নিয়ম মানেন না। তিনি বলেন,  সরকার অঘোষিত বাকশাল কায়েমের চেষ্টা চলাচ্ছে। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও আদালতের রায় মানছে না। সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version