স্টাফ রিপোর্টার,জি নিউজঃ- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব দোষ যদি বিএনপির হয় তাহলে বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেয়ার আহবান জানিয়েন ।তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বভাবসুলভ ভঙ্গিতে এইচএসসি পরীক্ষা ফলাফল বিপর্যয়ের দায়ভারও বিএনপির ওপরই চাপিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই সব কিছু ভেঙ্গে পড়ে। সরকারের একগুয়েমির কারণে দেশ আজ ধ্বংস হতে চলছে। অথচ প্রধানমন্ত্রী সবকিছুতেই বিএনপির ওপর দায় চাপান। ‘কথায় বলে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর’। গতশনিবার রাজধানীর নিউ ইস্কাটনস্থ লেডিস ক্লাব হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস আয়োজিত ‘তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা শীর্ষক’ আলোচনা সভা ও ইফতার মাহফিলে’ মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, সব কিছুর দোষ যদি বিএনপিকেই দিতে চান। তাহলে আপনাদের ক্ষমতায় থাকার দরকার কী। ক্ষমতা থেকে সরে দাঁড়ান, বিএনপি দেশ চালাবে। এর আগে বক্তব্যের শুরুতে মির্জা ফখরুল ইসলাম গতশনিবার বেলা সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া সড়কে দুর্ঘটনায় বিএনপি নেতা ও শরীয়তপুর- ১ আসনের সাবেক সংসদ সদস্য হেমায়েত উল্লাহ আওরঙ্গসহ (৫৫) পাঁচজন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দিলে আওয়ামী লীগের প্রার্থীদের জামানত থাকবে না। তাই তারা তত্ত্বাবধায়ক সরকার বিধান পুনর্বহাল করতে চায় না। জাসাস সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড.এমাজ উদ্দিন আহমদ, সাবেক প্রো-ভিসি প্রফেসর ড.আ ফ ম ইউসুফ হায়দার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি (একাংশ) রুহুল আমিন গাজী, যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাস সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।
জি নিউজ/তাঃ-০৩-০৮-২০১৩