সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দেখতে চায় -যুক্তরাজ্য

জি নিউজ বিডি ডট নেট ঃ– বিরোধী নেতা খালেদা জিয়ার সঙ্গে সফররত বৃটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সির বৈঠক – এতে সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। একই সঙ্গে দেশটি মনে করে, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কট থেকে উত্তরণ সম্ভব। তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্য  সরকারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন। গতকাল বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই খালেদার জিয়ার বাসভবন ত্যাগ করেন বৃটিশমন্ত্রী। বৈঠকে খালেদা জিয়া ছাড়াও বিএনপির পক্ষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস বিরোধী নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন সফররত বৃটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ওয়ার্সির সঙ্গে ঢাকায় নিযুক্ত বৃটেনের হাইকমিশনার রবার্ট গিবসন উপস্থিত ছিলেন। আমরা আশাবাদী হওয়া ছাড়া আর কি করতে পারি– এদিকে সারাদিন রাজনৈতিক পর্যায়ে বিভিন্ন বৈঠকের পর সংবাদ সম্মেলনে বৃটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারোনেস সাইদা ওয়ার্সি সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু হওয়ায় দুই দলকে স্বাগত জানিয়েছেন। জাতিসংঘের মধ্যস্থতায় এই উদ্যোগকে শেষ উদ্যোগ বলেই মনে করেন তিনি। দিনভর বিভিন্ন বৈঠক শেষে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ওয়ার্সি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, প্রধান নির্বাচন কমিশনার, পররাষ্ট্রমন্ত্রী ও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের বিষয়ে গুরুত্ব আরোপ করেছি। আমরা ভয়ভীতি ও সহিংসতামুক্ত একটি নির্বাচন চাই, যা হবে টেকসই এবং সকল জনগণের প্রতিনিধিত্বপূর্ণ। বৈঠকগুলোতে সাম্প্রতিক সময়ের সহিংসতার কথা উল্লেখ করা হয়েছে জানিয়ে ওয়ার্সি বলেন, এই সহিংসতা বাংলাদেশের মর্যাদার হানিই শুধু করছে না- এর ফলে অর্থনীতি ও জনজীবন ধ্বংস হচ্ছে। এত সহিংসতার মধ্যেও আপনি কেন আশাবাদী-এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করেন সাইদা ওয়ার্সি, আশাবাদী হওয়া ছাড়া আমার আর কি করার আছে? দুই দফা বৈঠক হয়েছে। আগামীকাল (আজ) দুই দলের নেতারা ফের বৈঠক করছেন। তবে দুই পক্ষের যে অবস্থান আমি জেনেছি তা সমঝোতার জন্য যথেষ্ট নয়। তবে তারা সমঝোতার জন্য প্রস্তুত বলে আমি মনে করি। এটা আমাকে আশাবাদী করছে। ওই সব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বৃটিশ প্রতিমন্ত্রী। তিনি বলেন, জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আন্তর্জাতিক মহলের অনেকের উদ্বেগের বিষয়টিও তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, যারা যুদ্ধাপরাধ করেছে তারা দায়মুক্তি পেতে পারে না। কিন্তু যে কোন পরিস্থিতিতে সব সময় সব দেশেই শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যুক্তরাজ্যের অবস্থান খুবই স্পষ্ট। বিরোধী দলের অবরোধ কর্মসূচির মধ্যেই এই বৃটিশ কূটনীতিক এক দিনের ঝটিকা সফরে আসেন। গতকাল সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিকাল পৌনে ৫টায় তিনি যুক্তরাজ্য হাই কমিশনে আমন্ত্রিত সাংবাদিকদের কাছে তার সফরের বিস্তারিত তুলে ধরেন। তাঃ -১৩ ডিসেম্বর ২০১৩

Exit mobile version