জি নিউজ ঃ সপ্তাহব্যাপি আল্টিমেটাম দিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সরকার বিরোধীদলের দাবি না মানলে ২৫ ডিসেম্বর বড়ো দিনের পর আগামী ২৮ ডিসেম্বর শনিবার থেকে ৪ জানুয়ারী শনিবার নির্বাচনের আগের দিন পর্যন্ত এ আল্টিমেটাম দীর্ঘায়িত হতে পারে। অবিলম্বে দশম সংসদ নির্বাচনের তফসিল স্থগিত ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আরো দীর্ঘসময় অবরোধ কিংবা লাগাতার অসহযোগ আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করতে পারেন ।সরকারকে শেষ ঝাঁকিস্বরূপ বিরোধীদল এ কর্মসূচি দিতে যাচ্ছে। চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় তার গুলশানের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। বিএনপি ও ১৮ দলীয় জোটের শীর্ষ ও ঢাকা মহানগর নেতাদের ওপর ক্ষুব্ধ হয়ে অবশেষে রাজপথেও নামতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবাদ সম্মেলন থেকে এমন ঘোষণাও আসতে পারে বলে ধারণা করছেন অনেকে। একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, বিরোধীদলের নেতা খালেদা জিয়া জোটের আন্দোলন কর্মসূচিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততায় সন্তুষ্ট হলেও হতাশায় আছেন দল এবং জোটের কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতাদের ওপর। আর তাই দল ও জোটের নেতাদের দিকে না তাকিয়ে রাজধানীর রাজপথের আন্দোলনে নিজেই আগামী দিনে অবস্থান করে আন্দোলন পরিচালনা করার সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। সমঝোতা হলে দশম নির্বাচনের পর সংসদ ভেঙে দিয়ে প্রয়োজনে একাদশ নির্বাচনের ব্যবস্থা করা হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর খালেদা জিয়া আর সময় দিতে চান না বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে। ফলে তিনি ২৫ ডিসেম্বর খ্রীষ্টানদের বড় দিন শেষে যেকোনো সময় রাজপথে নেমে তীব্রতর গণআন্দোলন তৈরীর ইচ্ছা রয়েছে বিএনপি নেত্রীর।
সপ্তাহব্যাপী কঠোর আল্টিমেটাম
Share This