সন্তান জন্মদানের সময় শাশুড়িকে পাশে চায় নারী

অনলাইন ডেস্ক:- সন্তান জন্মদানের সময় পাশে থাকার জন্য নারী চায় আপনজন। আর এ আপনজনের তালিকায় ২০ ভাগ নারী তাদের শাশুড়িকে রাখে বলে এক জরিপে প্রকাশিত হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস। দ্য বেবি শো জরিপে আরও দেখা গেছে ৮০ ভাগ নারী তাদের সন্তান জন্মদানের কয়েক মিনিটের মধ্যেই শাশুড়ি বা অনুরূপ আত্মীয়কে চায়।জরিপের ফলাফলে প্রকাশিত হয়েছে, বর্তমানে ব্যস্ততার কারণে সমাজে কর্মজীবী নারীরা পিতামাতা বা অনুরূপ শ্বশুর বাড়ির আত্মীয়দের ওপর নির্ভর করে। জরিপে আরও দেখা গেছে, ৬৫ ভাগ নারী বলেছেন, তারা শাশুড়ি বা অনুরূপ কারো কাছে পরামর্শ চেয়েছিলেন।বেবি শো বিশেষজ্ঞ ও এ বিষয়ে লেখক এলি ক্যানন বলেন, আধুনিক নারী তাদের শাশুড়ি কি বলছেন তা নিয়ে উদ্বিগ্ন না হয়েও অনেক বিষয় নিয়ে চিন্তা করতে পারেন।

Exit mobile version