সদরের হাড়দ্দাহে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত

সাতক্ষীরা প্রতিনিধি: প্রায় চর দশক ধরে দখলে থাকা ১৩ শতক জমির উপর প্রতিপ¶রা জোর পূর্বক ঘর নির্মানের সময় বাধা দিলে তাদের ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ এলাকায় শুক্রবার সকালে এই হামলার ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রহমান জানান, সদর উপজেলার পানিতরচক মৌজার এসএ ৯০ খতিয়ানের ১১১ দাগের ১৩ শতক জমি প্রায় ৪০ বছর যাবত তারা দখল করে আসছে। হঠাৎ একই এলাকার মোকছেদ মোড়লসহ তাদের লোকজন উক্ত জমি দাবী করে আসছিল। এ ব্যাপারে সুরহার জন্য আব্দুর রহমানের ভাইপো বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। এতে মোকছেদ মোড়ল আরও বেপরোয়া হয়ে উঠে। এরই জের ধরে চলতি মাসের ১৫ তারিখের গভীর রাতে ওই জমিতে ঘর নির্মানের চেষ্টা করে। তাৎ¶নিক ভাবে বাধা দিলে তারা ওইদিন ফিরে যায়। অবশেষে শুক্রবার বিভিন্ন এলাকা থেকে ভাড়া করা সন্ত্রাসীদের নিয়ে বিভিন্ন অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে ফের ঘর নির্মানের কাজ শুর“ করে। এসময় তাদেরকে বাধা দিলে আব্দুর রহমানসহ তার পরিবারের ৫ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্তক জখম করেছে অস্ত্রধারি সন্ত্রাসীরা। স্থানীয়রা তাৎ¶নিক ভাবে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে আব্দুর রশিদ, তার শ্যালক জাহাঙ্গীর, আব্দুর রশিদের স্ত্রী মানসুরা ও ছেলেসহ কয়েকজনের অবস্থা আশংকা জনক।

Exit mobile version