সংবিধান সংশোধনের প্রতিবাদে আগামী ২২ সেপ্টেম্বর ২০ দলের সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল
জি নিউজ অনলাইনঃ- বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিয়ে সংবিধান সংশোধনের প্রতিবাদে আগামী ২২ সেপ্টেম্বর সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গতকাল শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। তিনি জানান, “বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদে ফিরিয়ে দেয়ার বিধান রেখে সংসদে পাস হওয়া সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে ২০ দলীয় জোট। এ হরতাল হবে শান্তিপূর্ণ।”
মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে নিজেদের ‘অবৈধ ও অনৈতিক’ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার হীন উদ্দেশ্যে জনগণের ম্যান্ডেটবিহীন সংসদে ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের কাছে অর্পণ করেছে। এই সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণ, অভিশংসনের ক্ষমতা এমন একটি সংসদের কাছে অর্পণ করা হলো, যা জনগণের ভোটে নির্বাচিত নয়।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “গণতন্ত্রের একটি প্রধান প্রতিষ্ঠান স্বাধীন বিচার বিভাগেও দলীয়করণ চূড়ান্ত হলো। এই সংশোধনীর ফলে বিচারপতিদের ওপর যে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হবে, তাতে জনগণের ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা সব সময়ই থাকবে।” ফখরুল দাবি করেন, “দেশের বরেণ্য সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, রাজনৈতিক নেতাদের কেউই এই সংশোধনীকে সমর্থন করেননি। সবাই মনে করেন আওয়ামী লীগ তাদের একদলীয় শাসনকে পাকাপোক্ত এবং একনায়কতন্ত্রকে জনগণের ওপর চাপিয়ে দেয়ার জন্যই এই সংশোধনী পাস করিয়েছে।“ মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচার-ব্যবস্থা একটি দলের, আওয়ামী লীগের অধীনে চলে গেল। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা এখন থেকে আওয়ামী লীগের।”
এদিকে, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকায় রোববার ভোর ছ’টা থেকে টানা দু’দিন হরতালের ফাঁদে পড়ল দেশ। এর আগে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদাণ্ডাদেশের প্রতিবাদে গত বুধবার দুই দফায় ৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। সে ঘোষণা অনুযায়ী প্রথম দফায় বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতাল হয়। দ্বিতীয় দফায় রোববার ভোর ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত হরতাল হবে জামায়াতের। কার্যত জামায়াতের হরতাল শেষ হওয়া মাত্র সোমবার ভোর ছয়টা থেকে শুরু হবে ২০ দলের হরতাল। ফলে টানা দু’দিনে সারাদেশ হরতাল পরিস্থিতি তৈরি হলো। এর আগে শনিবার দুপুরে নয়াপল্টনে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে হরতালের বিষয়টি চূড়ান্ত হয়। সেখান থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মির্জা ফখরুল হরতালের ঘোষণা দেন।