জি নিউজ বিডি ডট নেটঃ- সংবিধান অনুযায়ী এই নবগঠিত সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবগঠিত সরকারের স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ।তিনি বলেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তারা বর্তমানে যে পথে রয়েছে, সে পথ থেকে ফিরে এলে একটি সমঝোতার মাধ্যমে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।গতকাল রোববার বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ শেষে বঙ্গভবনের খোলা মাঠে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির সঙ্গে সংলাপের ব্যাপারে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “যখন সবাই মিলে একটি ঐকমত্যে পৌঁছানো যাবে, তখনই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু তাদের (বিএনপি) অবশ্যই জামায়াত ও জঙ্গিদের সঙ্গ ত্যাগ করতে হবে। এ ছাড়া তাদের অবশ্যই ধ্বংসাত্বক রাজনীতির পথ পরিহার করতে হবে। সৈয়দ আশরাফুল ইসলাম জানান, বিএনপির একটি ঐতিহ্য রয়েছে। তাদের দলের প্রতিষ্ঠাতার সঙ্গে তিনি যুদ্ধ করেছেন। তার হাতে জন্ম নেওয়া দলটি তো জামায়াতের সঙ্গে থাকতে পারে না। জামায়াত যুদ্ধাপরাধীদের দল। ইতিমধ্যে তাদের দলের একজন নেতার যুদ্ধাপরাধের অভিযোগে বিচার হয়েছে। বিএনপি নেত্রীর তাদের সঙ্গ ত্যাগ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। আশরাফ বলেন, “জামায়াতে ইসলামীর নতুন নেতারা কেন তাদের যুদ্ধাপরাধে অভিযুক্তদের দায় নেবেন। তাদের উচিত হবে সংস্কারের মাধ্যমে দলটিকে গণতন্ত্রের পথে আনা। একই সঙ্গে সৈয়দ আশরাফ জামায়াতে ইসলামী দলটিরও সংস্কারের সুযোগ এসেছে বলে মন্তব্য করেন। জামায়াতে ইসলামী নিষিদ্ধ করা হবে কি-না এমন প্রশ্নের উত্তরে সৈয়দ আশরাফ বলেন, “এটি আদালতের বিষয়। আদালতে এ নিয়ে মামলা চলছে। নির্বাচন নিয়ে বিদেশিদের সমালোচনা প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন আমরা কি নির্বাচন নিয়ে তাদের মতামত জানতে চেয়েছি? বাংলাদেশের মানুষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বিদেশিরা আমাদের এ ব্যাপারে ভয়ভীতি দেখিয়ে সফল হতে পারেনি। কারণ, বাংলাদেশ আর সে জায়গায় নেই। ১০ বছর আগে বাংলাদেশের চিত্র ছিল এক রকম। এখন ভিন্ন রকম চিত্র। কোনো দেশ বা কোনো নেতা বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। নিজেদের সমাধান নিজেদেরই করতে হবে বলে জানান তিনি। তাঃ-১৩ জানুয়ারি, ২০১৪
সংবিধান অনুযায়ী পাঁচ বছর ক্ষমতায় থাকবে সরকার – সৈয়দ আশরাফ
Share This