জি নিউজঃ- বিরোধী দল দাবি করে এলেও নির্বাচনের আগে সংবিধানে কোনো সংশোধন হবে না বলে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের ভোট নিয়ে সংবিধান সংশোধন করেছি। যা হবে সংবিধান মোতাবেক হবে। একচুলও নড়া হবে না, ব্যাস,” রোববার গণভবনে সংবাদ সম্মেলনে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন আমরা আপনাদের আলোর পথে নিতে চাই, আপনারা অন্ধকারে যেতে চান। প্রধানমন্ত্রী বলেন সংবিধান মোতাবেকই এই দেশে নির্বাচন হবে। যাতে কোন অসাংবিধানিক, অগণতান্ত্রিক কেউ ক্ষমতায় না আসতে পারে । দলীয় সরকারের অধীনে ভোট কারচুপির যে আশঙ্কা বিরোধী দল করছে, সে বিষয়ে শেখ হাসিনা বলেন, “ভোট চুরির নিয়ত আমাদের নেই। জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই। এত কাজের পরও ভোট না দিলে কিছু করার নেই। সংসদ ভেঙে না দিয়ে নির্বাচনের আয়োজন সাংবিধানিক সঙ্কট সৃষ্টি করবে বলে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যও নাকচ করেন আওয়ামী লীগ সভানেত্রী। কোনো সাংবিধানিক সঙ্কট হবে না,” বলে তিনি এজন্য সংবিধান দেখার পরামর্শ দেন। আমি স্পষ্টভাবে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, নির্দিষ্ট সময়ে দেশের সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন,”আমি বুঝি না কেন তারা জনগণের জীবনে অশান্তি টেনে আনতে চাইছেন? আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি। দক্ষিণ এশিয়ায় আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। মিয়ানমারের কাছ থেকে আমরা সমুদ্র বিজয় করে এনেছি। এদিকে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানে পুনঃস্থাপনের দাবি জানিয়ে আসছে বিএনপি।
সংবিধানে অনুযায়ী জাতীয় নির্বাচন হবে একচুলও নড়া হবে না, ব্যাস – প্রধানমন্ত্রী
Share This