জি নিউজ অনলাইনঃ- সরকারের উদ্দেশে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদবলেছেন, সংবাদপত্রের কণ্ঠরোধ করবেন না। করলে বিপদে পড়বেন। গণমাধ্যমকে সত্য কথা বলতে দিন। সত্যকে হজম করার শক্তি অর্জন করুন।সত্য কথা হজম করতে না পারলে বিপদ হয়।তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলাপরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এসরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ।যেখানে জনগণের নিরাপত্তা নেই সেটা অরাজক দেশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্ সইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সংহতি আয়োজিত এক সমাবেশে তিনি সরকারকে এ হুঁশিয়ারি দেন।
এরশাদ বলেন, দুর্বৃত্তরা আজ সন্তানকে তুলে নিয়ে গিয়ে বাবার কাছে মুক্তি পণ আদায় করছে। অথচ সরকার ব্যাপারে নির্বিকার।
সম্প্রচার নীতিমালা নিয়ে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, সংবাদপত্রের কণ্ঠরোধ করবেন না। সম্প্রচার নীতিমালা নিয়ের য়োজনে গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করুন।তিনি বলেন, দেশের মানুষ শান্তি নেই।দেশে অন্যায়-অবিচার বেড়েই চলছে।
যুব সংহতির সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় জাপার মহাসচিব জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু, সভাপতি মণ্ডলীর সদস্য ওপানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সহশীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন।
জাতীয় পার্টির (জাপা) ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির নবনির্বাচিত আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলাও জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়াকে সংবর্ধনা দিতে এ সমাবেশের আয়োজন করা হয়।