অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :নির্বাচনের পূর্বে ও পরবর্তী সময়ে যশোর, দিনাজপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপি-জামাত নেতাকর্মীদের স্বশস্ত্র হামলায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও নারী নির্যাতনের অব্যহত রয়েছে। এমনকি অনেকেই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নৃশংস নির্যাতনের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক বিপুল দাস। এক বিবৃতিতে তারা চিহ্নিত দুস্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের প্রতি দাবি জানান।