গাজীপুর প্রতিনিধি ,জি নিউজঃ- গাজীপুরের শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা পলমল গ্রুপের আসওয়াদ কম্পোজিট মিলস লিমিটেড এর পোশাক কারখানায় আগুন লেগেছে । এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে জানান পুলিশ । গতকাল মঙ্গলবার আগুন লাগে, এদিকে কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে কারখানার নিটিং সেকশনের নিচতলায় আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন নিচতলা থেকে দোতলায় ছড়িয়ে পড়ে। আগুনে বিপুল পরিমাণ সুতা, ফেব্রিক্স ও উত্পাদিত পণ্য পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে গাজীপুর, টঙ্গী ও ভালুকার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কারখানা কর্তৃপক্ষের দাবি, কারখানা ছুটি হয়ে যাওয়ায় ওই সময় ভেতরে কোনো শ্রমিক ছিলেন না। গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু জাফর আহমেদ জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।কারখানার পরিচালক এমদাদ খান উপস্থিত সাংবাদিকদের তাত্ক্ষণিকভাবে জানান, নিহত প্রত্যেকের দাফনের জন্য ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আবদুল বাতেন জানান এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঃ- ০৯, অক্টোবর ২০১৩
শ্রীপুর পলমল গ্রুপের আসওয়াদ কম্পোজিট কারখানায় আগুন
Share This