মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতীঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়ায় মহারশি নদীর উপর নির্মিতব্য রাবার ড্যাম প্রকল্পের ঠিকাদারের অবহেলায় ৩১ জানুয়ারী শুক্রবার সন্ধ্যার পূর্ব মূহুর্তে মাটি চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক নাটোর জেলার নলডাঙ্গা থানার কোমরপুর গ্রামের আবু সাইদের ছেলে আফজাল হোসেন (৩০)। নিহতের ৪ বছরের এক ছেলে ও স্ত্রী রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার ঠিক পূর্ব মূহুর্তে আটকে রাখা বাঁধের পানি ছেড়ে দেওয়ার পর ঠিকাদারের গাফিলতির জন্য উচু ড্রেনের মাটিতে চাপা পড়ে ঘটনাস্থলেই আফজাল মৃত্যুর কোলে ঢলে পড়ে। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, নলকুড়া ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ও ঝিনাইগাতী থানার এস আই ইউনুস আলী। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে ঠিকাদারের নাম পরিচয় দিতে অস্বীকৃতি জানান ঠিকাদারের ম্যানেজার এবং দ্রুত লাশ নাটোরে পাঠানোর ব্যাবস্থা করেছে ঠিকাদারের লোকজন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের ব্যাপারে একটি ইউডি মালার প্রস্তুতি চলছে।