অনলাইন ডেস্ক, জি নিউজঃ- পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই এ বছরের নোবেল শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন বলে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। মালালার সঙ্গে নোবেল জয়ে এ বছরের দৌঁড়ে ট্র্যাকে রয়েছেন কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েগে, রাশিয়া বা বেলারুস থেকে মানবাধিকারকর্মীরা। খবর এএফপি’র। আগামী ১১ অক্টোবর স্টকহোমে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত এই পুরস্কার বিজয়ী নাম ঘোষণা করা হবে। এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ২৫৯ জন। তবে নরওয়ের নোবেল ইনস্টিটিউট কখনোই তালিকা প্রকাশ করে না। ফলে প্রতিবছরই তালিকা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। নারী শিক্ষা বিস্তারে কাজ করায় গত বছর তালেবানরা মালালার মাথায় গুলি করে হত্যার চেষ্টা করে। ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। এরপর থেকেই আলোচনায় শীর্ষে আছেন মালালা। এরই মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন তিনি। সূত্র :অনলাইন তাঃ-০৪ অক্টোবর, ২০১৩
শান্তিতে নোবেল পাচ্ছেন পাকিস্তানি কিশোরী মালালা
Share This