জি নিউজঃ- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২ তম শাহাদাৎ বার্ষিকী ,এ দিবসটি উপলক্ষে ৩০ মে বৃহস্পতিবার- বিএনপি নানা কর্মসূচি ঘোষণা করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার সকাল ১০টায় শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। সকাল থেকেই নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। দিনটি উপলক্ষে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতি, শনি ও রোববার ঢাকা সিটি কর্পোরেশনের সব থানা ও ওয়ার্ডে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়া বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ওলামা দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এদিকে গতবুধবার নয়া পল্টনে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দুস্থদের খাবার বিতরণ কর্মসূচি পালনে পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে –প্রতিবন্ধতকা- সৃষ্টি করছে। মোহাম্মদপুর টাউন হলে এ কর্মসূচি পালনের অনুমতি দেয়নি পুলিশ। শহীদ জিয়া ছিলেন বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি, একজন সেনাপ্রধান এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ১৯৭১ সালের ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে জাতিকে অনুপ্রাণিত করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। তিনি জেড ফোর্সের নেতৃত্বে ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে। মুক্তিযুদ্ধের পর জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তিনি চার বছর বাংলাদেশ শাসন করার পর ১৯৮১ সালের ৩০ শে-মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন। একদল বিপদগামী সৈনিক চট্টগ্রাম সার্কিট হাউজে ওইদিন জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করে। তারপর থেকে বিএনপি যথাযোগ্য মযদায় এ দিবসটি পালন করে আসছে।